পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বুদুদা জেলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। উগান্ডা রেডক্রস জানিয়েছে, দেশটিতে গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের ফলেই ভূমিধসের ঘটনা ঘটছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার উগান্ডা রেডক্রসের মুখপাত্র ইরিনি নাকাশিতা এক বিবৃতিতে বলেন, ভূমিধসে নিহতের সঠিক সংখ্যাটা আমরা জানিনা। তবে প্রাথমিক প্রতিবেদন বলছে, অন্তত ৭ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
নাকাশিতা বলেন, ভূমিধসের পর স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। পুরো জেলায় এখনও প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। এ ধরণের ভূমিধসের ঘটনা আরও ঘটতে পারে।
আসন্ন বিপদ থেকে বাঁচাতে ওই এলাকার মানুষদের পাশ্ববর্তী জেলাগুলোতে সরিয়ে নেয়ার ব্যবস্থা করছে সরকার।
কেনিয়া সীমান্ত সংলগ্ন এ জেলাটিতে নিয়মিত ভূমিধসের ঘটনা ঘটে। ২০১০ এবং ২০১২ সালে দুটি ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১০০ জন মানুষ নিহত হন। এছাড়াও ব্যাপক ওই ভূমিধসের কারণে জেলাটির তিনটি গ্রাম বিলীন হয়ে যায়।