আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এতদিন নারী ক্রিকেট দলের কোনো র্যাংকিং হিসাব রাখেনি। শুক্রবার নারী ক্রিকেটারদের র্যাংকিং চালু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। নারীদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ঠাঁই পেয়েছে ৪৬ দল।
বিষয়টি নিশ্চিত করে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন বলেন, নতুন র্যাংকিং দলগুলোকে নিয়মিত খেলার সুযোগ করে দেবে। সেই সঙ্গে তাদের উন্নতি অব্যাহত থাকবে।
গত জুন থেকে সদস্য দেশগুলোর সব টি-টোয়েন্টি ম্যাচ আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। তারই ধারাবাহিকতায় এই ফরম্যাটের বিকাশে র্যাংকিং চালু হলো।
প্রথম প্রকাশিত র্যাংকিং অনুসারে ২৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। সবার ওপরে রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। ওয়ানডেতেও একই জায়গায় সালমারা। ওয়ানডেতেও সবার উপরে অজিরা।
অস্ট্রেলিয়ার পরেই অবস্থান নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের। তাদের পয়েন্ট ২৭৭। এক পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান ইংল্যান্ড নারী দলের।
তবে ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে নিউজিল্যান্ডের সুজি বেটস। শীর্ষ ২০ জনের মধ্যে নেই বাংলাদেশের কেউ। তবে বোলারদের র্যাংকিংয়ে বাংলাদেশের রুমানা আহমেদ আছেন সাত নম্বর পরিজশনে। বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন আছেন ১৭ নম্বরে।