‘শিশু আইন সংস্কার কাজ সম্পন্ন হয়েছে’

ডেস্ক রিপোর্ট

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, শিশু আইন-২০১৩ সংস্কার কাজ সম্পন্ন হচ্ছে। শিগগিরই তা সংসদে পাস হবে।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক ইত্তেফাক কার্যালয়ে ‘বাংলাদেশ শিশু সুরক্ষা ও উন্নয়ন : এস.ও.এস শিশু পল্লীর ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, জাতিসংঘ সনদ গ্রহণের ১৫ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শিশু আইন করে গেছেন। ২০১৩ সালে এই আইনটি সংশোধন করা হয়েছিল। পরবর্তী সময়ে কিছু অসংগতি দেখা দেওয়ায় ইউনিসেফসহ শিশুদের অধিকার রক্ষায় কাজ করা কিছু সংগঠনের পরামর্শে শিশু আদালতের বিষয়টি পুনঃসংস্কারসহ আইনটির বিষয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, শিশুদের জন্য আলাদা বিচারব্যবস্থা করতে হবে। শিশু আইনে যে বয়সের শিশুদের কথা উল্লেখ রয়েছে তারা ছাড়াও সব শিশুর জন্য তাদের উপযোগী পরিবেশে এই আদালত গঠন করা হবে।

মেনন বলেন, আজকের শিশুরাই আমাদের ভবিষ্যত। এই শিশুদেরকে সুশিক্ষা না দিলে, তাদের খাদ্যের নিরাপত্তা, তাদের বিনোদনের প্রয়োজনীয়তা পুরন করতে না পারলে এই শিশুরা বিপজ্জনক হয়ে উঠতে পারে। মাদক, চোরাচালান ও অন্যান্য ঝুকিপুর্ণ কাজে এখনও শিশুদের ব্যবহার করা হচ্ছে। কিছু ঠিকানাহীন শিশু পথে ঘুমাচ্ছে। এটা আমাদের ভবিষ্যতের জন্য সুখকর বিষয় নয়। আমরা শিশুদের জন্য অনেকগুলো আইন করেছি, শিশু শ্রম বন্ধে উদ্যোগ নিয়েছি, শিশুদের ভাতা দিচ্ছি, মানসিক প্রতিবন্ধী শিশুদের কারিগরী প্রশিক্ষণ দিচ্ছি। বাংলা একাডেমির মাধ্যমে সরকার এবছর প্রায় ৩৫ হাজার শিশুকে প্রশিক্ষণ দিয়েছে, বাংলা একাডেমি কর্তৃক এবছরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই লাখের বেশি শিশু প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শিশুদের জন্য হাসপাতাল তৈরি করা হয়েছে, স্বাস্থ্য সেবায় প্রতিবন্ধী শিশুদের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই সংবাদপত্রে কেবল মুখরোচক খবর আর নায়ক নায়িকাদের রঙিন ছবি দেখালেই হবে না, তাদের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের কথাও তুলে ধরতে হবে।

দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বরিশাল ৫ আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর গোলাম আহমেদ ইসহাক।

মূল বক্তব্য উপস্থাপন করেন এসওএস- এর পরিচালক চায়না রানী সাহা।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে