সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়ে উদ্ভট বক্তব্যের কারণে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়েরের পর এবার জমি দখলের চেষ্টা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সোমবার রাতে আশুলিয়া থানায় এ মামলা করেন মানিকগঞ্জ জেলার হরিরাম পুরের মোহাম্মদ আলী (৫৬) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো আনিছুর রহমান।
মামলায় জাফরুল্লাহ ছাড়াও আরো তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন-গণস্বাস্থ্য কেন্দ্রের মো. দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মো সাইফুল ইসলাম শিশিশ (৫৫) ও নূর মোহাম্মদের ছেলে আওলাদ হোসেন (৪৮)।
মামলার বিবরণীতে বলা হয়, আশুলিয়া থানাধীন পাথালিয়া মৌজায় ৪.২৪ একর জমির ক্রয় সূত্রে মালিক মোহাম্মদ আলী, আনিছুর রহমান ও জনৈক তাজুল ইসলাম। তারা এ জমিতে কাটাতারের বেষ্টনী দিয়ে টিনশেডের ঘর বানিয়ে গাছপালা রোপণ করেছেন। কিন্তু আসামিরা দীর্ঘদিন ধরে এ জমি দখল করার চেষ্টা করছে। সর্বশেষ ১৪ অক্টোবর আসামিরা ওই জমিতে হাজির হয়ে বলেন, জাফরুল্লাহ চৌধুরীর নির্দেশে এ জমি গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে হস্তান্তর করতে হবে অথবা গণস্বাস্থ্য কেন্দ্রকে এককোটি টাকা জরিমানা দিতে হবে। বাদীরা এ টাকা দিতে অস্বীকার করলে আসামিরা সেখানে ভাঙচুর করেন।