ইসি মাঠ কর্মকর্তাদের সঙ্গে বসছে আজ

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে মাঠ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গবলাব সকাল সাড়ে ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা এই বৈঠকে থাকবেন বলে জানা গেছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা প্রধান অতিথি ও বিশেষ অতিথি থাকবেন নির্বাচন কমিশনার, মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত সভার নোটিশে বলা হয়েছে, ভোটার তালিকার সিডি যাচাই ও মুদ্রণ; ভোটকেন্দ্র স্থাপনের জন্য প্রতিষ্ঠান নির্ধারণ ও ক্ষেত্রমত প্রতিষ্ঠানের বিশেষ সংস্কার; ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণের আয়োজন; নির্বাচনী সামগ্রী সংগ্রহ, বিতরণ ও বাজেট প্রণয়ন এবং অন্যান্য বিষয় রয়েছে সভার আলোচ্যসূচিতে।

সোমবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, অক্টোবরের শেষে যেকোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গতকালের কমিশন সভায় সংসদ নির্বাচনের জন্য ৭০০ কোটি টাকার বাজেট অনুমোদন নিয়েছে ইসি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে