প্রতিবেশী দেশ ভারতে বাড়ছে বাংলাদেশি পণ্যের রফতানি। চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকেই (জুলাই-সেপ্টেম্বর) ১৪২ শতাংশ পর্যন্ত রফতানি আয় বেড়েছে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অন্যান্য পণ্যের সঙ্গে ভারতে তৈরি পোশাক রফতানি থেকেও আয় বাড়ছে।
এতে দেখা গেছে, শুধু তৈরি পোশাক খাত থেকেই এ সময় আয় বেড়েছে ১৬৭ শতাংশ। যার অর্থমূল্যের পরিমাণ সাড়ে ১৪ কোটি মার্কিন ডলার।
গত অর্থবছরে একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৫ কোটি ৪০ লাখ ডলারের কিছু বেশি।
ইপিবি সূত্রের দাবি, মূলত তৈরি পোশাকের রফতানি ভারতে বৃদ্ধি পাওয়ার কারণেই চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রফতানি আয় বেড়ে সাড়ে ৩৭ কোটি মার্কিন ডলারে উন্নিত হয়েছে, যা আগের ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে ছিল সাড়ে ১৫ কোটি মার্কিন ডলার।
প্রসঙ্গত, চলতি ২০১৮-১৯ অর্থবছরে পণ্য খাত থেকে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৯০০ কোটি ডলার। গত ২০১৭-১৮ অর্থবছর ৩৬৬৬ কোটি ৮১ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি করেছিল বাংলাদেশ। অন্যদিকে চলতি অর্থবছর পোশাক রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ২৬৮ কোটি ডলার। গত অর্থবছর রফতানি হয়েছে ৩ হাজার ৬১ কোটি ডলারের পোশাক।