২৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু

ডেস্ক রিপোর্ট

আগামী ২৩ অক্টোবর সিলেটে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু করবে নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’।

মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসায় জোট নেতাদের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

universel cardiac hospital

বৈঠক শেষে জেএসডিরি সভাপতি আবদুর রব বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি হচ্ছে আগামী ২৩ অক্টোবর সিলেটে সফর। এই সফরে মাজার জিয়ারতসহ জনসভা বা সমাবেশ হতে পারে। মাজার জিয়ারতের পাশাপাশি জনগণের উদ্দেশে কিছু বলার জন্য আমাদের কর্মসূচি থাকবে।

তিনি বলেন, সিলেটের পর চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ সব বিভাগীয় শহরে কর্মসূচি দেওয়া হবে। আমরা আশা করব, আমাদের কর্মসূচি যাতে সফল করতে পারি সেজন্য জনগণ সহযোগিতা করবে।

আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায়, উল্লেখ করে সরকার ও প্রশাসনের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন আবদুর রব।

এ সময় তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বুধবারও বৈঠকে বসবেন। বুধবারের বৈঠকটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবারের বৈঠকে দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আবদুর রব বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শরিক সব দল থেকে প্রতিনিধি নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী দিনে আমাদের কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। তবে কারা এই কমিটিতে থাকবে এই বিষয়ে পরে জানানো হবে।

নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন এবং খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে গত শনিবার জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। এ জোটে রয়েছে বিএনপি, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়া, আ স ম আবদুর রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যসহ কয়েকটি দল।

উত্তরায় আবদুর রবের বাসায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর, তানিয়া রব, আবদুল মালেক রতন, এস এম আকরাম, শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে