বাংলাদেশকে হারানোর সামর্থ্য রাখে জিম্বাবুয়ে : মাসাকাদজা

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ে ক্রিকেট দল তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে। ময়দানি লড়াইয়ে মাঠে নামার আগে আগামীকাল শুক্রবার বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শেভরনরা। এই ম্যাচকে সামনে রেখে গতকাল বুধবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে জিম্বাবুয়ের খেলোয়াড়রা।

অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। সেখানে তিনি বলেন, বাংলাদেশকে হারানোর সামর্থ অবশ্যই আমাদের আছে। তবে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের কিছু খেলোয়াড় আছে ভালো করার মতো। আমাদের কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে এসেছে। একই সাথে অভিজ্ঞ ক্রিকেটাররাও আছে। সে কারণেই আমি মনে করি এখানে ম্যাচ জেতার মতো দল আমাদের আছে।

জিম্বাবুয়ের বেশ কিছু ক্রিকেটার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেন। এখানকার পরিবেশ-পরিস্থিতি তাদের বেশ পরিচিত। তাছাড়া জিম্বাবুয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশের মাটিতে। বিষয়গুলো ইতিবাচক ভূমিকা রাখবে সফরকারীদের জন্য।

মাসাকাদজা বলেন, আমাদের কিছু ক্রিকেটার এখানে খেলেছে। এটা সবসময় সাহায্য করে। কারণ ছেলেরা এখানকার কন্ডিশন সম্পর্কে ধারনা রাখে। তারা জানে কিভাবে এখানে কাজ করতে হয়। আমার মনে হয় আমাদের দলের ৫-৬ জন ক্রিকেটার এখানে খেলেছে। আর অনেকে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছে। কন্ডিশনের জ্ঞান ও এখানে খেলার অভিজ্ঞতা অবশ্যই দলকে সাহায্য করবে।

সাধারনত প্র্যাকটিস ম্যাচে আপনি বেশি খেলোয়াড়কে সুযোগ দেয়া যায়। আগামীকাল শুক্রবার জিম্বাবুয়ে সেই চেষ্টাটাই করবে। সিরিজের আগে সবাইকে প্রস্তুত করার সুযোগ করে দিবে তারা। তাদের দলে খুব বেশি চমক দেয়ার মতো কিছু নেই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে