আগামী ২১ অক্টোবর রবিবার শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ।এদিন মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।
আজ শনিবার পাওয়া যাবে প্রথম ম্যাচের টিকিট। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন টিকিট কাউন্টার থেকে ভক্তরা টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট যদি থাকে তাহলে ২১ অক্টোবরও বিক্রি করা হবে।
২৩ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টারে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট থাকা সাপেক্ষে ২৪ ও ২৬ অক্টোবর ম্যাচের দিনও টিকিট বিক্রি করা হবে।
২ নভেম্বর থেকে বিক্রি হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের টিকিট। প্রথম টেস্ট ম্যাচের টিকিট পাওয়া যাবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। টিকিট থাকা সাপেক্ষে ম্যাচের দিনও টিকিট বিক্রি করা হবে। ৩-৭ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।
দ্বিতীয় টেস্ট ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ১০ নভেম্বর। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। টিকিটি থাকা সাপেক্ষে ম্যাচের দিনও কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হবে। মিরপুরে ১১-১৫ নভেম্বর শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।
মিরপুর স্টেডিয়ামে টিকিটের(ওয়ানডে ও টেস্ট)মূল্য তালিকা :
গ্র্যান্ড স্ট্যান্ড – ওয়ানডে ১,০০০ টাকা, টেস্ট ৫০০ টাকা; ভিআইপি স্ট্যান্ড – ওয়ানডে ৫০০ টাকা, টেস্ট ৩০০ টাকা; ক্লাব হাউজ – ওয়ানডে ৩০০ টাকা, টেস্ট ২০০ টাকা; সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড – ওয়ানডে ১৫০ টাকা, টেস্ট ৮০ টাকা; ইস্টার্ন স্ট্যান্ড – ওয়ানডে ১০০ টাকা, টেস্ট ৫০ টাকা।
চট্টগ্রাম স্টেডিয়ামের টিকিটের(ওয়ানডে)মূল্য তালিকা :
গ্র্যান্ড স্ট্যান্ড – ১,০০০ টাকা, রুফ টপ হসপিটালিটি – ১,০০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড – ৫০০ টাকা, ক্লাব হাউজ – ৩০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড – ১৫০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড – ১০০ টাকা।
সিলেট স্টেডিয়ামের টিকিটের(ওয়ানডে)মূল্য তালিকা :
গ্র্যান্ড স্ট্যান্ড – ৫০০ টাকা, ক্লাব হাউজ – ২০০ টাকা, ইস্টার্ন গ্যালারি – ৮০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি – ৫০ টাকা, গ্রীন হিল এরিয়া – ৫০ টাকা।