২১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতিসন্তানদের সম্মাননা ও শিক্ষাবৃত্তি ২০১৮ অনুষ্ঠান

ডেস্ক ‍রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতিসন্তানদের সম্মাননা ও এসএসসি ২০১৮ সালে জিপিএ ৫ প্রাপ্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা। এ উপলক্ষ্যে আগামী ২১ অক্টোবর রবিবার বেলা ২.৩০ টায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা‘র সভাপতি জনাব র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

সম্মাননা প্রাপ্ত দেশবরেণ্য ব্যক্তিরা হলেন- শেখ সাদী খান (একুশে পদক-২০১৮), জনাব মতিউল হক খান,(একুশে পদক-২০১৮) অ্যারোমা দত্ত (রোকেয়া পদক- ২০১৮) কবি মারুফুল ইসলাম (বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮) ওস্তাদ আজিজুর ইসলাম (একুশে পদক-২০১৭) জনাব আলী যাকের (একুশে পদক-১৯৯৯) সারা যাকের (একুশে পদক-২০১৭)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে