চলতি সংসদের শেষ অধিবেশন বসছে বিকালে

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

আজ রোববার বিকাল সাড়ে ৪টায় দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

universel cardiac hospital

এই অধিবেশন দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। শেষ অধিবেশন হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্রে বাসস জানায়, ২৩তম অধিবেশনে জন্য এ পর্যন্ত ১৩টি বিল সংসদের আইন শাখায় জমা রয়েছে। এর মধ্যে গত অধিবেশনের আটটি ও নতুন পাঁচটি বিল রয়েছে। তবে অধিবেশন চলাকালে আরও বিল জমা হতে পারে বলে সংসদ আইন শাখা থেকে জানানো হয়।

এদিকে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন পর্যন্ত মোট ৪০২ কার্যদিবস অতিবাহিত হয়েছে। এ সময়ের মধ্যে সংসদে মোট ১৭৪টি আইন পাস হয়েছে।

এদিকে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে ১৮টি সরকারি বিল পাস হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮, সড়ক পরিবহন বিল, ২০১৮সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল রয়েছে।

ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৮৯টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ৯টি গৃহীত নোটিশের মধ্যে সাতটি আলোচিত হয়। এছাড়া ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৩০টি।
২৩তম এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। তবে আজ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যক্রম ও মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে