আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হওয়া বা কোন পদ পাওয়ার কোন ইচ্ছে আমার নেই। সোমবার জাতীয় প্রেসক্লাবে গণফোরাম কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে দেশের জনগণ এক্যবদ্ধ আছে দাবি করে গণফোরাম সভাপতি বলেন, দেশে কিভাবে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে জনগণকে সঙ্গে নিয়ে এগোতে হবে। জনগণ আজ উদ্বিগ্ন। জনগণ ভয়ভীতি ও প্রভাব ছাড়া ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে চায়।
ড. কামাল বলেন, আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ঐক্য বজায় রাখার লক্ষ্যে ‘জাতীয় ঐক্য ফ্রন্ট’ কাজ করে যাবে। যাতে করে রাষ্ট্র ও সমাজের সর্বত্র গণতান্ত্রিক চর্চার জন্য একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।