শাহজালালের মাজারে ড. কামাল

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেছেন।

জানা যায়, গত ১৩ অক্টোবর গঠিত ফ্রন্টের প্রথম জনসভায় যোগ দিতে গণফোরাম নেতা এখন সিলেটে অবস্থান করছেন।

universel cardiac hospital

আজ মঙ্গলবার বিকালে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছেন কামাল হোসেন। এসময় সুলতান মোহাম্মদ মনসুর আহমদসহ ঐক্যফ্রন্টের আরও কয়েকজন নেতা তাঁর সাথে সিলেট আসেন।

তারপর রাতে কামাল হোসেন যান শাহজালালের মাজারে।জিয়ারত শেষে মুখোমুখি হন গণমাধ্যমকর্মীদের।

বুধবারের সমাবেশ নিয়ে ড. কামাল বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠ নির্বাচনের জন্য মানুষের মাঝে ঐক্যের সৃষ্টি করতেই সিলেটে জনসভা করা হচ্ছে। আমরা চাচ্ছি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন হোক, যার মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত হোক।

গত ২৪ ঘন্টায় স্থানীয় বিএনপি নেতা কর্মীদের আটকেরও নিন্দা জানান ড. কামাল।

আগামীকাল বুধবার নগরীর রেজিস্টারি মাঠে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। গঠনের পর এটিই ফ্রন্টের প্রথম জনসভা।

জনসভায় যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তিনি বুধবার ভোরে বিমানে করে সিলেটে যাবেন।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে