আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার কোন ফেসবুক আইডি নেই বলে স্পষ্ট জানিয়েছেন। অথচ তার নামে একাধিক ফেসবুক রয়েছে, যেগুলো ফেক আইডি। এ নিয়ে তিনি বেশ বিব্রতকর অবস্থায় আছেন। ইলিয়াস কাঞ্চন, সামিনা চৌধুরী, চঞ্চল চৌধুরী, আহমেদ রুবেল, সোহানুর রহমান সোহান, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, সামিরা আব্বাসী, ফেরদৌস ওয়াহিদ, ফারজানা চুমকী, রেসি, জনা’র মতো অনেক তারকারা ববিতা’র নামে দুটি ভুয়া আইডি’র সাথে বন্ধু হয়ে আছেন। সংস্কৃতি অঙ্গনের অনেকেই না জেনে এই দুটি ফেসবুক আইডি’র সাথে তারাকারা না জেনে না বুঝে অনেকেই একের পর এক ববিতার দুটি ফেক আইডি’তে বন্ধু হচ্ছেন। বিষয়টি নিয়ে ববিতা বেশ উদ্বেগ প্রকাশ করছেন এবং ফরিদা আক্তার ববিতা নামে দুটি আইডি বন্ধের জন্য সবাইকে রিপোর্ট করতে বিশেষ অনুরোধ করেছেন।
ববিতা বলেন, ‘আমি আমার মতো করেই জীবনযাপন করতে পছন্দ করি। আমার চলাফেরা, আমার চিন্তা ভাবনা, আমার ভালোলাগা মন্দলাগা ফেসবুকে প্রকাশ করতে হবে বিষয়টি এমন নয়। তাছাড়া আমি অভ্যস্তও নেই। যতটুকু প্রয়োজন ততটুকুর জন্যই নিজেকে সময়ের চাহিদায় গড়ে তোলার চেষ্টা করি আমি। আমার নামে দুইটি ভুয়া ফেসবুক আইডি প্রকাশ করে যারা প্রতিনিয়ত আমার হয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিচ্ছেন, উস্কানীমূলক কথা লিখছেন তা মোটেও কাম্য নয়। আমি একজন শিল্পী। রাজনীতিকে আমি শ্রদ্ধা করি, রাজনীতি করিনা। আমি সংশ্লিস্ট মন্ত্রনালয়ের কাছেও বিশেষভাবে অনুরোধ করবো বিষয়টির দিকে দৃষ্টি দেয়ার জন্য। একজন শিল্পীকে অযথা হয়রানির মধ্যে ফেলা কারোরই উচিত নয়।’
এদিকে চলতি মাসের শেষের দিকে কানাডা থেকে দেশে আসার কথা থাকলেও তিনি আসছেন না। ববিতা বলেন, ‘এখান আমি আমার একমাত্র ছেলে অনিকের সঙ্গে সময় কাটাই। তাই ভাবলাম আরো কয়েকটা দিন সময় কাটিয়ে নভেম্বরের শেষে দেশে ফিরবো।’ এদিকে ববিতা চলচ্চিত্র অভিনয় থেকে অনেকটা দূরে আছেন। তবে গল্প এবং ভালো চরিত্র পেলে তিনি অভিনয় করবেন বলেও জানান।