লিভারপুলের হয়ে সালাহর দ্রুততম ৫০

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে রেডস্টার বেলগ্রেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। মোহাম্মদ সালাহ বুধবার আনফিল্ডে জোড়া গোল করে অলরেডদের জয়ে মূল ভূমিকা পালন করেছেন।আর তাতেই মিসরীয় এ তারকার নাম বসে গেছে রেকর্ডবুকে।

লিভারপুলের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। অলরেডদের হয়ে বাকি দুটি গোল করেছেন ড্যানিয়েল স্টারিজ আর সাদিও মানে।

গত মৌসুমে ইতালিয়ান ক্লাব এএস রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন সালাহ। প্রথম মৌসুমেই গোলের পর গোল উপহার দিয়েছেন। চলতি মৌসুমে খুব একটা ছন্দে নেই তিনি। তবে শেষ দুই ম্যাচে তিন গোল করে সালাহ ইঙ্গিত দিয়েছেন ফর্মে ফিরছেন। ঘরের মাঠে দলের হয়ে দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

লিভারপুলের জার্সিতে মাত্র ৬৫ ম্যাচেই ৫০ গোল পূর্ণ হয়ে গেল তার। সালাহর আগে সবচেয়ে কম ম্যাচ খেলে গোলের হাফসেঞ্চুরি করেছিলেন ইংলিশ ফুটবলার আলবার্ট স্টুবিনস। ১৯৪৬-৪৭ মৌসুমে ৭৭ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে