নৌমন্ত্রী শাজাহান খান শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে রাজি হননি।
আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকরা তাকে ধর্মঘটের বিষয়ে প্রশ্ন করেন।
এ সময় তিনি ‘কোনো মন্তব্য নয়, কোনো মন্তব্য নয়’ বলে সাংবাদিকের এড়িয়ে যান।
এদিকে সকাল থেকেই সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে পরিবহন শ্রমিকরা ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছেন।
ফলে সারা দেশে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে কোনো গন্তব্যের বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে শহর এলাকার বিভিন্ন রুটের বাস।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে বাস না পাওয়ায় নারী ও বয়স্কদের পড়তে হয়েছে বেশি ভোগান্তিতে।