পাকিস্তানে ভারতীয় সিনেমা ও টিভি চ্যানেল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে আবার বন্ধ হয়ে গেল ভারতীয় সিনেমার প্রচার। এমনকি, ভারতের কোনো টিভি সিরিয়ালও সেখানে চালানো যাবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দেশটির সুপ্রিম কোর্ট শনিবার এমন নিষেধাজ্ঞা দিয়েছে। বলেছে, পাকিস্তানের স্থানীয় কোনো চ্যানেলে ভারতীয় কোনো সিনেমা এবং টিভি সিরিয়াল সম্প্রচার করা যাবে না।

universel cardiac hospital

পাকিস্তানের চ্যানেলগুলোতে বিদেশি শো সম্প্রচার নিয়ে অ্যাপেক্স কোর্টে দায়ের করা ইউনাইটেড প্রোডিউসার অ্যাসোসিয়েশনের এক মামলার প্রেক্ষিতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ নিয়ে শুনানির সময় পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার বলেন, আমাদের বাঁধ নির্মাণে যারা বাধা দিচ্ছে, তাদের সিনেমা ও শো’র সম্প্রচার আমরা বন্ধ করতে পারি না?- এরপরই তিনি নিষেধাজ্ঞা আরোপ করেন।

এর আগে ২০১৬ সালে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি স্থানীয় চ্যানেলে ভারতীয় টিভি শো’র সম্প্রচার বন্ধ ঘোষণা করেছিল। বন্ধ করে দেয়া হয়েছিল এফএম রেডিও চ্যানেলের প্রচারও। পরে পাকিস্তান সরকারের তরফ থেকে কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালে লাহোর হাইকোর্টের নির্দেশে সেই নিষেধাজ্ঞা উঠে যায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে