পূর্ব সিরিয়ায় আইএসের হামলায় ৪১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আইএসের যোদ্ধারা সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত ৪১ সৈন্যকে হত্যা করেছে বলে শনিবার জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা।

পূর্ব সিরিয়ায় ইরাকের সীমান্তের কাছে আইএস জঙ্গিদের সরানোর জন্য লড়াই করছে যুক্তরাষ্ট্র সমর্থিত সেনারা।সেখানে হাজিন এলাকায় আইএস যোদ্ধারা অবস্থান নিয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার গভীর রাতে আইএসের আত্মঘাতী বোমা হামলায় এসব যোদ্ধা নিহত হন বলে জানায় ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের যোদ্ধাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অংশ হিসেবে এই হামলা চালিয়েছে আইএস।

এদিকে, শনিবার ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান রুশ প্রেসিডেন্ট পুতিন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠকে বসেছেন।

সিরিয়ায় ৭ বছরে ধরে চলমান যুদ্ধের অবসানের জন্য স্থায়ী সমাধানের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে