মনীষা কৈরালা ঢাকায় আসছেন গল্প শোনাতে

বিনোদন ডেস্ক

নব্বই দশকের ঝড় তোলা নায়িকা মনীষা কৈরালা আসছেন ঢাকায়। ৮ই নভেম্বর বাংলা একাডেমিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সাহিত্য আসর ‘ঢাকা লিট ফেস্ট’-এ অংশ নিতেই তিনি ঢাকা আসবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, মনীষা তার নিজের গল্প বলবেন এ উৎসবে। তার অভিনয় জার্নি ছাড়াও এই গল্পে তিনি তুলে ধরবেন ক্যানসারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার এক মানবিক গল্প।

universel cardiac hospital

বলিউডের জনপ্রিয় নায়িকা মনীষা কৈরালা ‘সওদাগর’, ‘ক্রিমিনাল’, ‘ইন্ডিয়ান’, ‘দিল সে’, ‘মহারাজা’, ‘কার্তুস’, ‘চ্যাম্পিয়ন’, ‘লজ্জা’, ‘কোম্পানী’, ‘সানজু’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। মাঝে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন পর্দার আড়ালে।

সম্প্রতি মনীষা কৈরালা তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন। ঢাকা লিট ফেস্টে তিনি তার বই ও জীবন নিয়ে দুই ঘণ্টার একটি বিশেষ সেশনে অংশ নেবেন।

এ ছাড়া এবারের উৎসবের আরও আসছেন পুলিৎজার জয়ী দুই সাহিত্যিক এডাম জনসন ও ট্রেড এডরস। ভারত থেকে আরও আসছেন বিখ্যাত লেখক শংকর ও নারীবাদী লেখক-অভিনেত্রী নন্দিতা দাস।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে