খালেদার জিয়ার অনুপস্থিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চালানোর প্রশ্নে তার আইনজীবীদের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
ফলে জিয়া চ্যারিটেবল মামলা চালাতে আর আইনগত কোনো বাধা নেই।
আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ আপিলটি খারিজ করে নিষ্পত্তি করেন।
আইনজীবীরা জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের এ রায়ের ফলে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করতে কোনো আইনগত বাধা নেই।