নির্বাচনকালীন সরকারসহ বেশ কিছু দাবি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার আগে নিজেদের মধ্যে আলোচনা করতে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর মতিঝিলে ফ্রন্টের অন্যতম প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠবে বসবেন জোটের নেতারা।
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার আওয়ামী লীগের সঙ্গে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য তুলে ধরা হবে মূলত সেই বিষয়ে আলোচনার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আলোচনায় বসবেন। এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু ঠিক হবে বলেও জানান তিনি।
এর আগে সংলাপ চেয়ে ড. কামাল হোসেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৃহস্পতিবার গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। ওই দিন সন্ধ্যা ৭টায় আলোচনায় বসবে দুই পক্ষ।