#মিটু কাণ্ডে যে ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাতে উদ্বিগ্ন সৌরভ । বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) রাহুল জোহরি ইতিমধ্যেই কাঠগড়ায় উঠেছেন। #মিটু আন্দোলনে জড়িয়েছে তাঁর নাম। তিনি আগে যেখানে কর্মরত ছিলেন, সেখানকার এক মহিলা সহকর্মী জোহরির বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড চালানোর দায়িত্বে থাকা কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। জোহরির বিরুদ্ধে এই অভিযোগ এবং তা নিয়ে সিওএ-র ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন সৌরভ। যে অসন্তোষের কথা ই-মেইলে বোর্ডের পদাধিকারীদের জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট।
এরই মধ্যে আবার সিওএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, জোহরি নিয়ে গঠিত তদন্ত কমিটিকে আগে বলতে হবে, তারা কোনও স্বার্থ সংঘাতের মধ্যে জড়াচ্ছে কি না। স্বার্থ সংঘাতের কারণে ইতিমধ্যেই এক সদস্যকে বদল করতে হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে এক নোটিশের মাধ্যমে সিওএ পরিষ্কার বলেছে, ‘‘কমিটির প্রথম বৈঠকেই সদস্যদের জানাতে হবে, তারা কোনও ভাবেই স্বার্থ সংঘাতে জড়িয়ে পড়ছে না।’’
এর আগে কমিটির অন্যতম সদস্য, সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর পি সি শর্মাকে সরিয়ে দিতে হয়েছে এই স্বার্থ সংঘাতের কারণেই। কমিটি গঠিত হওয়ার পরে জানা যায়, তাঁর এক আত্মীয় ভারতীয় ক্রিকেট বোর্ডেই কর্মরত। সিওএ বলেছে, ‘‘জোহরির বিরুদ্ধে যে কোনও অভিযোগের তদন্ত করতে পারে কমিটি। যাঁর কাছে কোনও তথ্য থাকবে, তিনি কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন।’’