আজ রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতি জানাবেন সিইসি

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশন (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করতে আজ বৃহস্পতিবার সাক্ষাতে যাচ্ছে। বিকেল ৪টায় সাক্ষাতের সময় দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাতে অন্য চার নির্বাচন কমিশনারও অংশ নেবেন।

universel cardiac hospital

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ বিষয়ে মত ও পথকে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতিকে সব প্রস্তুতি অবহিত করা হবে।

আগামী ৩ নভেম্বর (শনিবার) কমিশন বৈঠকে তফসিল নিয়ে আলোচনার কথা জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান। তবে ৪ নভেম্বরও (রোববার) আরেকটি বৈঠক হবে।

এক্ষেত্রে নির্বাচনের তারিখ নির্ধারণের পর বাংলাদেশ টেলিভিশন সিইসির জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করবে। যে ভাষণে তফসিল ঘোষণা হবে। ভাষণ ৪ নভেম্বর সন্ধ্যায় কিংবা তারপরে যে কোনোদিন সন্ধ্যায় প্রচার করা হতে পারে।

এদিকে ইসি সচিব জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।

সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। তবে ইসির পরিকল্পনা হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ভোটগ্রহণ সম্পন্ন করা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে