আওয়ামী লীগের সাংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ফোন করেছেন। তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে বুধবার রাত ৮টায় ফোন করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সাইফুল হককে ফোনে জানানো হয়, প্রধানমন্ত্রী বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নামের তালিকা পাঠানোর অনুরোধ করা হয়েছে।
জবাবে সাইফুল হক বলেন, বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে আলোচনা করে আজই তারা সিদ্ধান্ত নেবেন। সংলাপে আমন্ত্রণ জানানোর জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন।
সাইফুল হক মত ও পথকে বলেন, আওয়ামী লীগের একটি দায়িত্বশীল পর্যায় থেকে বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপে বসার আগ্রহ ব্যক্ত করে আমাকে ফোন করা হয়েছিল। আমি জানিয়েছি বৃহস্পতিবার (আজ) জোটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
এর আগে বুধবার বিকেলে চলমান সংলাপের প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সংলাপ চেয়ে সরকারকে চিঠি দিতে হবে কেন, সরকারতো আন্তরিকভাবেই সব দলকে সংলাপে ডাকতে পারে। কারণ আমরা অনেকদিন ধরেই সংলাপের দাবি জানিয়ে আসছি, নতুন করে চিঠি দিতে হবে কেন। তবে আমাদের ডাকলে আমরা সংলাপে যাবো। বাম জোটকে সংলাপে ডাকা হলে আরও কিছু বিষয়ে আলোচনা করার সুযোগ ছিল।