বি চৌধুরীর যুক্তফ্রন্টে যুক্ত হলো নতুন ৬ দল

ডেস্ক রিপোর্ট

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও প্রাক্তন রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে যোগ দিয়েছে নতুন ছয়টি রাজনৈতিক দল।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্টে যোগ দেয় এসব দল।

universel cardiac hospital

দলগুলো হলো- জেবেল রহমান গাণির বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মোর্ত্তুজার এনডিপি, প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদের বিএলডিপি, শেখ মোহাম্মদ আসাদুজ্জামানের জাতীয় জনতা পার্টি, হামদুল্লাহ আল মেহেদীর নেতৃত্বাধীন লেবার পার্টির একাংশ এবং দিলিপ কুমার দাসের বাংলাদেশে মাইনোরিটি ফ্রন্ট।

এছাড়া, ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের কেন্দ্রীয় নেতা ও প্রাক্তন সাংসদ গোলাম রেজা, গণফ্রন্টের কামাল পাশা, মুসলিম লীগের নূর এ আলম, জনদলের জয় চৌধূরী, খলিল উল্লাহ প্রমুখ বিকল্পধারায় যোগ দেন।

ডা. বদরুদ্দোজা চৌধুরীর হাতে ফুলে দিয়ে যুক্তফ্রন্টে যোগ দেন এসব নেতা।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে