সংলাপ নয়, এরশাদ গণভবনে যাবেন শুভেচ্ছা জানাতে

ডেস্ক রিপোর্ট

আগামী ৫ নভেম্বর সরকারের সাথে জাতীয় পার্টি সংলাপে নয়, শুভেচ্ছা জানাতে গণভবনে যাওয়ার কথা জানিয়েছেন দলের চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, তারা আমাকে চিঠি দিয়েছে, আমি যাব তবে সংলাপ এখন হবে না। সংলাপের চাপ এখনো হয়নি। আমরা কোনো দাবি নিয়ে নয়, শুভেচ্ছা জানাতে সেখানে যাব।

বৃহস্পতিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে আলাপককালে এসব কথা বলেন সংসদে প্রধান বিরোধী দলের নেতা।

বিএনপির নেতৃত্ব কে দেবে- এমন প্রশ্ন তুলে জাতীয় পার্টির নেতা বলেন, খালেদা জিয়া তো কারাগারে, তারেক তো বাহিরে। এখন তো দেখি ফখরুল কামাল হোসেন সাথে ঐক্যজোটে গেছে। আমার সন্দেহ আছে তাহলে বিএনপি কী করবে? নেত্রী তো নাই।

সব দলের অংশগ্রহণে নির্বাচন চান এবং ভোট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি জানিয়ে তিনি বলেন, রংপুরে ছয়টি আসনের চারটি নিয়েছে আওয়ামী লীগ। ওই আসনগুলো এবার ফেরত চাইবেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি বলেন, আমরা যদি আলোচনায় বসি তাহলে আমাদের প্রথম দাবি হবে যেখানে লাঙ্গল থাকবে সেখানে নৌকা দিতে পারবে না। না হলে আমরা জিততে পারব না, জিততে দেওয়া হবে না। যেখানে লাঙ্গল থাকবে নৌকা জিততে পারবে না।

বিএনপির মতোই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে এরশাদের আপত্তি আছে জানিয়ে বলেন, ইভিএম পরীক্ষিত নয়। এটি আমরা সংশয়ের চোখে দেখি আমি। এই ইভিএমে কারচুপির রাস্তা খোলা থাকবে। আমরা এর পক্ষে নই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে