মাউশির মহাপরিচালক মাহাবুবুর রহমানের ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান ইন্তেকাল করেছেন।

আজ শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

universel cardiac hospital

গত ১৯ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হন মাউশি মহাপরিচালক। পরিস্থিতির অবনতি হলে সেদিন রাতেই তাকে নেয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।

সেখান থেকে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএসএমইউ)। এরপর তাকে অক্সিজেন দেয়া হয়। এরপর নেয়া হয় আইসিইউতে।

গত ২২ সেপ্টেম্বর মাহাবুবুর রহমানের নিউমোনিয়া ধরা পড়ে। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন।

গত ২৩ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ না ফেরার দেশে চলে যান ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক এই অধ্যক্ষ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে