জিম্বাবুয়ের অর্ধেক রানে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ

ক্রীড়া ডেস্ক

সিলেটে সিরিজের প্রথম ম্যাচেই সেই পুরনো রূপ ফুটে ওঠেছে টাইগার শিবিরে। প্রথম ইনিংসে সফরকারীদের ২৮২ রানের জবাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল গুটিয়ে গেছে ১৪৩ রানেই। ১৩৯ রানের বড় লিড নিয়ে এগিয়ে আছে অতিথিরা।

বাংলাদেশের ইনিংসের শুরুর ধাক্কা ইমরুল কায়েস। চতুর্থ ওভারের পাঁচ নম্বর বলে তেন্ডাই চেতারা বলে বোল্ড হয়ে ফেরেন ইমরুল (৫)। একই পথে হাটলেন আরেক ওপেনার লিটন কুমার দাস। কাইল জার্ভিসের বলে লুজ শট খেলতে গিয়ে মাত্র ৯ রানে উইকেটকিপার চাকাভার হাতে আটকা পড়েন লিটন।

চারে নামা নাজমুলকেও (৫) থিতু হতে দেননি চাতারা। শরীরের ভারসাম্য রাখতে না পারায় ব্যাটের কোনায় লেগে বল চলে যায় উইকেটকিপারের হাতে। জিম্বাবুয়ের সফল রিভিউতে মাত্র ৫ রানে ফেরেন শান্ত।

শান্তর পর দায়িত্ব নিতে মাঠে নামেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তাকেও টিকতে দিলেন না ছন্দে থাকা চাতারা। তার ফেরায় ১৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশের আশা জাগে মুশফিক-মুমিনুলের ব্যাটে। কিন্তু পঞ্চম উইকেটে ৩০ রান যোগ করার পর সিকান্দার রাজার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। ফেরার আগে ২৪ বলে ১১ রান করেছেন তিনি। মাত্র ৪৯ রানে অর্ধেক ব্যাটসম্যানদের হারিয়ে ফেলে স্বাগতিকরা।

এরপর আরিফুলকে নিয়ে জুটি বাঁধেন মুশফিক। ২৯ রানে মুশফিকের আউটে ভাঙে সেই জুটি। চা-বিরতির পর কাইল জার্ভিসের শিকার হন তিনি। একটু বাড়তি লাফানো ইন সুইঙ্গার ঠিক মতো খেলতে পারেননি মুশফিক। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় চাকাভার গ্লাভসে। ৫৪ বলে পাঁচ চারে ৩১ রান করে ফিরেন মুশফিক। ৭৮ রানে স্বাগতিকরা হারায় ষষ্ঠ উইকেট। বল হাতে মিরাজকে ফিরিয়ে সপ্তম উইকেট জুটি ভাঙেন শন উইলিয়ামস। এরপর ১৩১ রানে অষ্টম উইকেট তাইজুলকে (৮) হারায় বাংলাদেশ।

দলের হয়ে একাই লড়েছেন টেস্টে নতুন অভিষিক্ত হওয়া আরিফুল হক। দল যখন চরম বিপদে তখন চাপ সামলে একাই লড়ে যান তিনি। যোগ্য সঙ্গীর অভাবে বড় জুটি গড়তে না পারলেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন তিনিই। ইনিংস শেষে অপরাজিত ছিলেন আরিফুল।

জিম্বাবুয়ের পক্ষে ওভারে ১৯ রান দিয়ে তিনটি উইকেট নেনে তেন্ডাই চাতারা। ৩৫ রান দিয়ে সমান তিন উইকেট পান সিকান্দার রাজাও। আর ২৮ রানে কাইল জার্ভিসের শিকার ২ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৮২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সফরকারীরা। কিন্তু আজ সকালে বাকি পাঁচ উইকেট নিয়ে মাত্র ৪৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস:
১১৭.৩ ওভারে ২৮২ (আগের দিন ২৩৬/৫) (মুর ৬৩*, চাকাভা ২৮, ওয়েলিংটন মাসাকাদজা ৪, মাভুটা ৩, জার্ভিস ৪, চাটারা ০; আবু জায়েদ ২১-৩-৬৮-১, তাইজুল ৩৯.৩-৭-১০৮-৬, আরিফুল ৪-১-৭-০, মিরাজ ২৭-৮-৪৫-০, নাজমুল অপু ২৩-৬-৪৯-২, মাহমুদউল্লাহ ৩-০-৩-১)

বাংলাদেশ ১ম ইনিংস:
৫১ ওভারে ১৪৩ (লিটন কুমার দাস ৯, ইমরুল কায়েস ৫, মুমিনুল হক ১১, নাজমুল শান্ত ৫, মাহমুদউল্লাহ রিয়াদ ০, মুশফিকুর রহিম ৩১, আরিফুল হক ৪১*, মেহেদী মিরাজ ২১, তাইজুল ৮, নাজমুল ইসলাম ৪, রাহী ০; কাইল জার্ভিস ১০-২-২৮-২, চাতারা ১০-৪-১৯-৩, সিকান্দার রাজা ১২-২-৩৫-৩, শন উইলিয়ামস ৪-০-৫-১।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে