প্রধানমন্ত্রীকে আলেমরা ‘কওমি জননী’ উপাধী দিলেন

ডেস্ক রিপোর্ট

দেশের শীর্ষ আলেমরা বহুল কাঙ্ক্ষিত কওমি শিক্ষা সনদের স্বীকৃতি বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। এই স্বীকৃতি প্রদানে মূল ভূমিকা পালন করায় তারা প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা আদায় করেন। এ সময় আলেমরা প্রধানমন্ত্রীকে ‘কওমি জননী’ উপাধীতে ভূষিত করেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ‘শুকরিয়া মাহফিল’ শুরু হয়েছে আজ সকাল সাড়ে ১০টা থেকে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত আছেন দেশের শীর্ষ আলেমরা। সভাপতিত্ব করছেন আল্লামা শাহ আহমদ শফী।

universel cardiac hospital

শুকরিয়া মাহফিলের বক্তৃতায় গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমিন ইসলামের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ অবদানের কথা তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ‘কওমি জননী’ উপাধী দেন।

নড়াইলের একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই আলেম সরকারের ডিজিটাল বাংলাদেশেরও প্রশংসা করেন। এছাড়া তিনি দেশ ও জাতির উন্নয়নে সরকারের ধারাবাহিকতা কামনা করেন।

এর আগে মাওলানা আবদুল কুদ্দুস ও সুলতান যওক নদভীও তাদের বক্তৃতায় কওমি সনদের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

শুকরিয়া মাহফিলের বক্তৃতায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দেশের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি ভাতা দেয়ার আবেদন জানান। এছাড়া এখন পর্যন্ত আলেমদের মধ্যে কেউ স্বাধীনতা পদক পাননি, আল্লামা শফীকে আগামীতে স্বাধীনতা পদক দেয়ার দাবি জানান তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে