৪ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের পেস আগুনে পুড়ছে বাংলাদেশ। চেতারার পেস আগুনে শুরুতেই ৪ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশের ব্যাটসম্যানরা।

ব্যাটিংয়ের শুরুতেই উড়ে গেল টপ অর্ডার। শুরুতে ইমরুল, তারপর একই পথে হাঁটলেন লিটন, নাজমুল শান্ত এবং মাহমুদউল্লাহ। চার উইেকেটের তিনটিই নিয়েছেন তেন্ডাই চেতারা।

universel cardiac hospital

এই প্রতিবেদন লেখার সময় বাঙলা দেশের সংগ্রহ, ৪ উইকেটে ২০ রান। ১ রানে ব্যাট করছেন মুমিনুল হক। তার সঙ্গে ০ রানে আছেন মুশফিকুর রহিম।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৮২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সফরকারীরা। কিন্তু আজ সকালে বাকি ৫ উইকেট নিয়ে মাত্র ৪৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে।

প্রথম দিন শেষে পিটার মুর ৩৭ ও চাকাবা ২০ রানে অপরাজিত ছিলেন। রবিবার দ্বিতীয় দিনের খেলা শুরুর ৪০ মিনিট পর দলকে ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনার তাইজুল ইসলাম। তবে মুর তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। এর কিছু পর মাসাকাদজাকে ৪ রানে বিদায় করেন তাইজুল। মাভুতাকে ৩ রানে এলবি ফাঁদে ফেলেন আরেক লেগি নাজমুল হাসান অপু।

এরপর টানা দুই বলে দুই উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ২৮২ রানে থামিয়ে দেন তাইজুল। নিজের ৪০তম ওভারের দ্বিতীয় বলে জারভিসকে বিদায় করার পর তৃতীয় বলে আউট করে সাতারাকে।

গতকাল নিয়েছিলেন ২ উইকেট। আজ সকালে ৫ উইকেটের চারটিই দখল করেন তাইজুল। মোট ১০৮ রান দিয়ে ৬ উইকেট নেন এই স্পিনার।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে