বাংলাদেশকে ৩২১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক

সিলেটে প্রথম টেস্টের তৃতীয় দিন বাংলাদেশকে ৩২১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম ও মিরাজের ঘূর্ণি জাদুতে জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১৮১ রানে।

সকালে ১৪০ রানে এগিয়ে থেকে সাবধানি শুরু করেন সফরকারী দুই ওপেনার ব্রায়ান চারি ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এই সাবধানি শুরুটা টেকে মাত্র শুরুর ১০ ওভার। উদ্বোধনী জুটিতে এরপর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। মাঝে বেশ কিছু সুযোগ মিললেও উইকেট আসেনি। ১০ ওভার পর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন ওপেনার ব্রায়ান চারি। বোল্ড হয়ে ফেরেন ৪ রান করে।

দলীয় ১৯ রানে প্রথম উইকেট পতনের পর প্রাথমিকভাবে সেই ধাক্কা কাটে জিম্বাবুয়ের। ব্রেন্ডন টেলর আসার পর থেকে মেরে খেলতে থাকেন। যার ফলটা পান হাতে নাতে। দলীয় ৪৭ রানে তাইজুলকে উঠিয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন ইমরুল কায়েসের হাতে। ২৫ বলে ৪ চারে ২৪ রান করে ফেরেন টেলর।

প্রথম সেশনে দুই উইকেট পড়ে যাওয়ার পর বড় লিড পেতে জিম্বাবুয়েকে সামাল দিচ্ছিলেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও শন উইলিয়ামস। প্রথম ইনিংসের মতো ভয়ানক হয়ে ওঠার চেষ্টায় ছিলেন দুজন। এই জুটিতে আসে ৫৪ রান। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটিটা ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ।

বিরতির পর প্রতিরোধের দেয়াল লম্বা করতে থাকেন শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি পেয়েছিলেন অনায়াসে। এই ইনিংসে ২ রানের জন্য আক্ষেপে পুড়তে হয়েছে বিরতির পর পর। তাকে হাফসেঞ্চুরি বঞ্চিত করেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। রিভার্স সুইপ করতে গেলে লেগ বিফোরের ফাঁড়ে পড়ে যান মাসাকাদজা। আম্পায়ার আঙুল তুললে ৪৮ রানে বিদায় নিতে হয় তাকে।

অধিনায়কের বিদায়ের পর শন উইলিয়ামসের বিদায় নিশ্চিত করেন তাইজুল। একইরকম রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ২০ রানে। নতুন নামা পিজে মুরকে সুস্থির হওয়ারই সুযোগ দেননি এই স্পিনার।শর্ট লেগে তার ক্যাচ তুলে নেন লিটন দাস। অবশ্য চোট নিয়ে এর পর মাঠ ছাড়তে হয়েছে তাকে। পরিচর্যা নিয়ে আবার ফিরেছেন মাঠে।

পাল্টে যাওয়া পরিস্থিতিতে তাইজুলের ঘূর্ণি আগ্রাসনে ব্যাটিং বিপর্যয় নিশ্চিত হয় সিকান্দার রাজা বিদায় নিলে। ২৫ রানে ব্যাট করতে থাকা মারকুটে এই ব্যাটসম্যানকে ঘূর্ণি বলে বোল্ড করেন তাইজুল।

শেষ দিকে রেগিস চাকাভা ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে পুঁজি বাড়ানোর চেষ্টায় ছিলেন। দলীয় ১৬৫ রানে মাসাকাদজাকে ফেরান মিরাজ। এরপর চাকাভাকে নাজমুল ব্যক্তিগত ২০ রানে তালুবন্দী করালে দ্রুত গতিতে চাতারাকে ফিরিয়ে লেজ ছেঁটে দেন তাইজুল। তার আগে মাভুতাকেও ফেরান নাজমুল।

এই ইনিংসেও ৫টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। গত ইনিংসে নেন ৬টি। ২৮.৪ ওভারে দিয়েছেন ৬২ রান। তিনটি নেন মেহেদী হাসান মিরাজ ও দুটি নাজমুল ইসলাম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে