সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের জনসভা শুরু

ডেস্ক রিপোর্ট

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ড. কামালের নেতৃত্বে সরকারবিরোধী দলগুলো নিয়ে গড়া জোট জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়।

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও ৭ দফা দাবি আদায় করতে এ জনসভার আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

জনসভায় যোগ দিতে সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা আসতে শুরু করেন। দেড়টার আগেই জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে যায়।

জনসভা শুরুর আগে সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতান বিএনপির সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক ও জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান, সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। এ সময় জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নায়ক হেলাল খানসহ জাসাসের নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত আছেন।

ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে শাহবাগ মোড়, মৎস্য ভবন ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনসভা ও এর আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বেলা দুইটায় শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে