ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তবে সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, আজ ভোর ছয়টা থেকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় ঘাট থেকে ছেড়ে আসা যানবাহনবোঝাই চারটি ফেরি মাঝনদীতে আটকা পড়েছে।
ফেরি চলাচল বন্ধ হওয়ায় দৌলতদিয়া ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পদ্মা মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। একইভাবে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট তৈরি হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
জানা যায়, এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার কারণে এ বছরে প্রথমবার ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পাঁচটি ফেরি আটকা পড়েছিল। পরে দিবাগত রাত দুইটার দিকে ফেরি চলাচল শুরু হয়। চার ঘণ্টা পর আবার ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম মোরশেদ মিয়া জানান, রাত দুইটা থেকে সকাল প্রায় সাড়ে আটটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এখন আবার চলাচল শুরু হয়েছে। এ ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছিল। বর্তমানে এ ঘাটে ১৯টির মধ্যে ১৫টি ফেরি চালু রয়েছে।