নির্বাচন কমিশনের ভোটগ্রহণের সময় নির্ধারণের আজকের বৈঠক বেলা ১টার পর শেষ হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে নিবাচন কমিশনের সভাকক্ষে এ বৈঠক শুরু করে।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, সবকিছু ঠিকমতই এগুচ্ছে। জাস্ট ওয়েট, জানতে (কবে ভোট) পারবেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার জাতির উদ্দেশে ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ধারণের পর সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, তফসিল ঠিকঠাক মতই ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ ২০ ডিসেম্বরের দিকেই সম্পন্ন হতে পারে। তবে জানুয়ারির প্রথমদিকে ভোটগ্রহণ হলেও প্রস্তুতি থাকবে ইসির।
তফসিলকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা পর্যায়ে নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে। এতে প্রার্থীদের মনোনয়ন, জামানত বইসহ অন্য উপকরণ রয়েছে।