ভোটের নতুন তারিখ ৩০ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট

২৩ ডিসেম্বরের পরিবর্তে একাদশ সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আজ সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ ঘোষণা দেন। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ ডিসেম্বর।

universel cardiac hospital

তবে সিইসি তফসিলের বিস্তারিত জানাননি। শুধু ২৮ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চলাকালে বিএনপি নেতৃত্বাধীন জোটসহ বিভিন্ন দলের পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি উঠে।

এর পরিপ্রেক্ষিতে রবিবার প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, আমরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিলাম। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। তাদের কেউ কেউ নির্বাচন পেছানোর বিষয়ে ইসিতে চিঠিও দিয়েছে। তাই সোমবার বসে নির্বাচন পেছানো যায় কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাব।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে