আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল হওয়ায় রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের তথ্য জানানোর সময় ৩ দিন বাড়ানো হয়েছে।
এক্ষেত্রে আগামী বৃহস্পতিবারের (১৫ নভেম্বর) মধ্যেই ইসিকে জোটগতভাবে নির্বাচনের তথ্য জানাতে হবে রাজনৈতিক দলগুলোকে।
ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, নির্বাচনের সময়সসূচি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি হয়েছে। মঙ্গলবার থেকে ৩ দিনের মধ্যে জোটগত নির্বাচনের বিষয়ে দলগুলোকে সিদ্ধান্ত জানাতে হবে। তবে ইতোপূর্বে অনেক দল জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে তথ্য দিয়েছে। তাদের নতুন করে তথ্য না দিলেও চলবে। অবশ্য নতুন করে তারা এ তথ্য সংযোজন-বিয়োজন করতে পারবেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত প্রার্থীদের বরাদ্দ করা যাবে।
এ ধরনের প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।