জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের তথ্য জানানোর সময় বাড়ল

ডেস্ক রিপোর্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল হওয়ায় রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের তথ্য জানানোর সময় ৩ দিন বাড়ানো হয়েছে।

এক্ষেত্রে আগামী বৃহস্পতিবারের (১৫ নভেম্বর) মধ্যেই ইসিকে জোটগতভাবে নির্বাচনের তথ্য জানাতে হবে রাজনৈতিক দলগুলোকে।

ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, নির্বাচনের সময়সসূচি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি হয়েছে। মঙ্গলবার থেকে ৩ দিনের মধ্যে জোটগত নির্বাচনের বিষয়ে দলগুলোকে সিদ্ধান্ত জানাতে হবে। তবে ইতোপূর্বে অনেক দল জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে তথ্য দিয়েছে। তাদের নতুন করে তথ্য না দিলেও চলবে। অবশ্য নতুন করে তারা এ তথ্য সংযোজন-বিয়োজন করতে পারবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত প্রার্থীদের বরাদ্দ করা যাবে।

এ ধরনের প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে