মুশফিকের চোখ এবার ৩০০ রানে

ক্রীড়া ডেস্ক

২০১৩ যেন ফিরে এলো। সেবারও ছিল জাতীয় সংসদ নির্বাচনের উত্তেজনা। আগেরদিন মোহাম্মদ আশরাফুল ১৯০ রানে অপরাজিত। পরেরদিন পারেননি তিনি দ্বিশতক ছুঁতে।

১২ নভেম্বর ২০১৮। পাঁচ বছর পর মিরপুর। জিম্বাবুয়ের বিপক্ষে আগেরদিন সেঞ্চুরি পেয়েছিলেন মুমিনুল ও মুশফিক। ১৬১ রান করে আউট হন মুমিনুল। তখন কে জানত গলের চিত্রনাট্য মঞ্চায়ন হবে মিরপুরে।

ইনিংস ঘোষণা করা না হলে মুশফিকের সামনে ছিল আরেকটি রেকর্ডের হাতছানি। জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে করেছিলেন সর্বোচ্চ ২৩২ রান।

ইনিংস ঘোষণা না হলে ওই রেকর্ডও হয়তো হয়ে যেত মুশফিকের। তবে দেশের হয়ে শুধু রানেই নয়, এরই মধ্যে সবচেয়ে বেশি সময়, সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন মুশি।

প্রায় দু’দিন ব্যাট করা মুশফিক উইকেটে ছিলেন ৫৮৯ মিনিট। বল খেলেছেন ৪২১টি। এখানেই শেষ নয়। ৩১ বছরের এই ডান-হাতি জানালেন, তিনশ’ও হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তিনি বলেন, অবশ্যই এখানে থেমে থাকব না। আশা করি, তিনশ’ রানও করব।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে