যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত ৩১, নিখোঁজ ২২৮

আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ পৌঁছেছে। এছাড়া ২২৮ জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এর আগে দাবানলে এত মানুষ মারা যায় ১৯৩৩ সালে। তখন ৩১ জন মারা যাওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে আসে।

এটা লস এঞ্জেলসের গ্রিফিথ পার্ক বিপর্যয় হিসেবে পরিচিত। জানা গেছে, দাবানলের কারণে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটির ২ লাখ ৫০ হাজার মানুষকে সরে যেতে হয়েছে।

এক্ষেত্রে সহায়তা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দাবানল এলাকায় বাতাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এটা আরও বেশি ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ কারণে ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন এই বিপর্যয়কে বড় ধরনের বিপর্যয় ঘোষণা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে। বড় বিপর্যয় ঘোষিত হলে জরুরি সহায়তার পরিমাণ বাড়বে। ফলে বিপর্যয় সামাল দেয়া কিছুটা হলেও সহজ হবে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে