‘শেখ হাসিনা-এ ডটারস টেল’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গল্প নয়; এটি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার গল্প।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত এ প্রামাণ্যচিত্রটির মুক্তি নিয়ে এক প্রেস মিটে আয়োজকরা এসব কথা বলেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর খামারবাড়ীতে প্রেস মিটের আয়োজন করা হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার দেশের চারটি প্রেক্ষাগৃহে এটি একযোগে প্রদর্শিত হবে।
প্রেক্ষাগৃহ চারটি হল-বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার, মতিঝিলের মধুমিতা সিনেমা হল ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান।
প্রেস মিটে আয়োজকরা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহুবার দেখেছি রাজনীতির মঞ্চে। তাকে হাসতে দেখেছি, কাঁদতে দেখেছি। রাজনীতির মঞ্চে মরতে মরতে বাঁচতে দেখেছি তাকে। মানুষের পাশে তাকে দেখেছি, মানুষকে তার পাশে দেখেছি।দেখেছি স্লোগানে বক্তৃতায় রাজপথে ভাষণে, দেখেছি গোটা জাতিকে মায়ের আঁচলে আগলে রাখা শাসনে। কিন্তু কখনও দেখিনি একান্ত নিভৃত একা মানুষটিকে, একটি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে।
তারা বলেন, এই প্রামাণ্যচিত্র সেই অদেখা মানুষটার অন্য জীবনের গল্প জানবে সবাই।