মহাজোটের শরিকদের ৭৫টি অাসন ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় পার্টিসহ মহাজোটের শরিকদের তালিকা অনেক অাগেই পেয়েছি। অামাদের দলের তালিকা চূড়ান্ত করছি। এরপর শরিকদের সঙ্গে বসবে।
আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অারেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শরিকদের প্রত্যাশা অনেক। অ্যালায়েন্স’র (জোট) বিষয়টি অামরা মাথায় রেখেছি। অল্পদিনের মধ্যেই তাদের সঙ্গে বসে মনোনয়ন চূড়ান্ত করা হবে।
অারেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কপোর্রেশনের পদে থেকে যারা অাবেদন করেছেন তারা মনোনয়ন পাবেন না। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া দল তাদের মনোনয়ন দেবে না।
জাতীয় ঐক্যফ্রন্টের কথা উল্লেখ করে অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ এক অদ্ভুত দেশ। এখানে যেমন বিজয়গাথা অাছে, তেমনি বেইমানও কম নেই। মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করলেও অনেকে অাজ সে বিশ্বাস থেকে দূরে সরে গেছে। অনেকে সাম্প্রদায়িকতার সঙ্গে মিশে গেছে।