টাইগারদের বিপক্ষে ব্যালেন্স দল নিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

DHAKA, BANGLADESH - APRIL 03: Darren Sammy of the West Indies is congratulated on running out Mahela Jayawardene of Sri Lanka during the ICC World Twenty20 Bangladesh 2014 Semi Final match between Sri Lanka and the West Indies at Sher-e-Bangla Mirpur Stadium on April 3, 2014 in Dhaka, Bangladesh. (Photo by Matthew Lewis-IDI/IDI via Getty Images)

সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে। শুক্রবার দুপুর দেড়টা থেকে প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং ও বোলিং প্র্যাকটিস করেন ক্যারিবীয়রা। তবে পুরো দল নয়। মাঠে আসেন কয়েকজন খেলোয়াড়। কয়েকজন বিশ্রামে ছিলেন হোটেলে।

পুরো দল মাঠে না আসায় প্রথম দিনের অনুশীলন বেশ হালকা মেজাজেই করতে দেখা যায় তাদের। খেলোয়াড়রা প্রায় পুরোটা সময়ই ব্যাটিং প্র্যাকটিসে মনোনিবেশ করেন। বোলিং করেছেন কয়েকজন। তবে তা অল্প সময়ের জন্য। ফিল্ডিং অনুশীলন দেখাই যায়নি। বিচ্ছিন্নভাবে খেলোয়াড়রা চট্টগ্রামে আসায় অনুশীলনে ছিল হালকা মেজাজ।

তিন ভাগে চট্টগ্রাম এসে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ দল। তাদের শেষ বহরটি আসে বৃহস্পতিবার রাতে। যারা পরে এসেছেন তাদের বিশ্রামে রাখা হয়। অনুশীলনে নামানো হয়নি।

অধিনায়ক ক্রেইগ ব্রেথহোয়াইট জানান, বৃহস্পতিবার যারা এসেছেন তাদের বিশ্রাম দেয়ার জন্যই অনুশীলনে আনা হয়নি। তবে শনিবার থেকে পুরো দল অনুশীলনে নামবে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে হলে কঠোর পরিশ্রম করতে হবে বলেই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রেথহোয়াইট। শুক্রবার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। টাইগারদের বিপক্ষে ব্যালেন্স দল নিয়ে এসেছেন বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদি। তবে কাজটা সহজ নয়। আমাদেরকে কঠোর পরিশ্রম করে যেতে হবে।

ভারতের সঙ্গে মাত্রই টেস্ট খেলে আসাটাকে বাড়তি পাওনা হিসেবে দেখছেন জানিয়ে ব্রেথহোয়াইট বলেন, আমরা ভারতে টেস্ট খেলে এসেছি। তাই উপমহাদেশের কন্ডিশনিংয়ের সঙ্গে এরই মধ্যে পরিচয় ঘটেছে। ভারতে সঞ্চয় করা অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে পারবো। এখানকার কন্ডিশনও ভারতের মতোই মনে হচ্ছে।

চট্টগ্রামের উইকেট নিয়ে তেমন চিন্তিতন নন জানিয়ে তিনি বলেন, উইকেটের অবস্থা যেমনই হোক, আমরা খেলতে পারবো। কারণ আমরা এ মুহুর্তে ব্যালেন্স টিম। পেস ও স্পিন উভয় বিভাগেই আমাদের বিশ্বমানের বোলার রয়েছে। পেসার ও স্পিনাররা সমানভাবে দায়িত্ব পালন করতে পারলে সাফল্য আসবে।

আগামী ২২ নভেম্বর থেকে দুই টেস্টের প্রথমটিতে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হবে ক্যারিবীয়রা। তার আগে আগামীকাল রোববার থেকে এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে খেলবে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে