আজ নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার আসছেন

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ রোববার ঢাকা আসছেন। তিনি গতকাল শনিবার ওয়াশিংটন ডিসি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

এর আগে প্রথা অনুযায়ী গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। দেশটির পররাষ্ট্র দফতরের চিফ অব প্রটোকল সেন ললার শপথ পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক দুই রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও মার্শা বার্নিকাটও উপস্থিত ছিলেন।

universel cardiac hospital

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশে আসার পর নবনিযুক্ত এই রাষ্ট্রদূত রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।

ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হতে যাওয়া মিলার এর আগে বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সদস্য মিলার ২০১৪ সাল থেকে বতসোয়ানায় দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনসাল জেনারেল হিসেবেও (২০১১-২০১৪) দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি ভারতের নয়াদিল্লিতে (২০০৮-২০১১), ইরাকের বাগদাদে (২০০৭-২০০৮) এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় (২০০৪-২০০৭) আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা (আরএসও) হিসেবে কাজ করেছেন। পাশাপাশি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিনিয়র আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে (২০০০-২০০৩) দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দুই প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও মার্শা বার্নিকাটও রাষ্ট্রদূত মিলারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে