আর ৮১ রান করলেই মুশফিকের নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক

মুশফিকুর রহিমের এবার টার্গেট টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো। মুশফিকের জন্য সেটা মোটেও অসম্ভব কিছু নয়।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি আরও দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে।

universel cardiac hospital

ব্যাট হাতে আর ৩১ রান করলেই বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ফরম্যাটে ৪ হাজার রান পূর্ণ করবেন মুশফিক। এছাড়া ৮১ রান করলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে যাবেন তিনি।

৪,০৪৯ রান নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের তালিকায় সবার উপরে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছতে তামিমের চেয়ে একটু বেশিই সময় লেগে গেল মি. ডিপেন্ডেবেলের।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তামিম ৫৬ ও মুশফিক ৬৪টি ম্যাচ খেলেছেন। ৫৩ ম্যাচ খেলে ৩৬৯২ রানের মালিক সাকিব আল হাসান আছেন ৩ নম্বরে। চার ও পাঁচ নম্বরে এই প্রজন্মের কেউ নেই। ৫০ ম্যাচে ৩০২৬ রান নিয়ে চার নম্বরে আছেন সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন। পাঁচ নম্বরে থাকা মোহাম্মদ আশরাফুলের রান ৬১ ম্যাচে ২৭৩৭। এই পাঁচজনের মধ্যে ব্যাটিং গড়ে সবচেয়ে এগিয়ে সাকিব। তার গড় ৩৯.৬

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে