কত কেন্দ্রে ইভিএম ব্যবহার তা জানা যাবে শনিবার

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশন (ইসি)একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী শনিবার বৈঠকে বসবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বুধবার সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

universel cardiac hospital

নির্বাচনে কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, জানতে চাইলে ইসি সচিব বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী শনিবার সাড়ে ৩টায় এ বিষয়ে বৈঠক হবে।

নির্বাচনে ইভিএমের ব্যবহার নিশ্চিত করলেও ঠিক কত কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, তফসিল ঘোষণার পরও তা পরিষ্কার করে বলেনি ইসি। এই সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আসছিল, শহরভিত্তিক অল্প কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। বিষয়টি চূড়ান্ত করতে ২৪ নভেম্বর বৈঠক করবে ইসি।

৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর ও ভোট গ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে