মাশরাফির যখন খেলা থাকবে, খেলবেন : পাপন

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের জনপ্রিয় তারকা মাশরাফি বিন মর্তুজা নেমেছেন রাজনীতির মাঠে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন ব্যস্ত সময় কাটছে তার। এরই মধ্যে আজ বৃহস্প্রতিবার চট্টগ্রাম টেস্টের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু করেছে টাইগাররা।

টেস্ট না খেললেও ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। তবে নির্বাচনী প্রচারণায় এখন ক্রিকেটের বাইরে তিনি। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে তার অংশগ্রহণ অনিশ্চিত।

universel cardiac hospital

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ম্যাচের সময় সম্ভব হলে খেলবেন মাশরাফি। যদিও এই বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেননি তিনি।

মাশরাফির খেলা প্রসঙ্গে পাপন বলেন, আমার সঙ্গে ওর যে কথা হয়েছে, তাতে ওর যখন খেলা থাকবে ও খেলবে। ওর কাছে এখনো ক্রিকেটই আগে এবং আমাদের কাছেও। আমি আগে যা বলে দিচ্ছি, এটা যে হুবহু হবেই সেটা ঠিক না। ও নিজেও বলছে খেলবে। হয়তো একটা ম্যাচ খেলতে পারবে না। তবে আমরা মনে-প্রাণে বিশ্বাস করি ওর যে কয়টা খেলা আছে সবগুলো খেলবে। এটাই হলো আমাদের বিশ্বাস। এরপর সামনে কি হয় দেখা যাবে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে