সম্পাদকীয় : র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক শক্তিই জনগণের কাজে তাদের করণীয় কি হবে, তা তুলে ধরার জন্য নির্বাচনী ইশতেহার প্রকাশ ও প্রচার করার উদ্যোগ নিয়েছেন। প্রত্যেক নির্বাচনের পূর্বেই তা করা হয়ে থাকে। নির্বাচনের পূর্বে প্রকাশিত ও প্রচারিত ইশতেহারের ভিত্তিতেই গঠিত সরকার পরিচালিত হবে, এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের বিধান। কিন্তু আমাদের মত অনেক উন্নয়নশীল দেশেই নির্বাচনী ইশতেহার কাগুজে কথামালা ছাড়া আর কিছুই নয়। বিশেষত : শাসন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রদত্ত ওয়াদাসমূহ শুধুই কথামালা। এর যর্থার্থ প্রয়োগ নিয়ে নির্বাচন পরবর্তী গঠিত সরকারের কোনই মাথা ব্যথা থাকে না। তাই আমরা মনে করি যে, কথামালার এই ইশতেহার প্রথমত: বাস্তবায়নযোগ্য কি না, দ্বিতীয়ত : বাস্তবায়নে কি পদ্ধতি অনুসরণ করা হবে, তা খতিয়ে দেখার সুযোগ থাকা প্রয়োজন।

আমরা মনে করি দেশে একটি স্বাধীন সংস্থা থাকা আবশ্যক, যে সংস্থার কাজ হবে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে খবরদারি করা। অনেক দেশেই, বিশেষ করে অনেক উন্নত দেশে এ ধরনের সংস্থা বিদ্যমান আছে। এতএব, আমরা আশা করব যে, রাজনৈতিক শক্তিসমূহ বাস্তবায়নযোগ্য ইশতেহার প্রণয়ন করবে। এবং এই ইশতেহার কি ভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়টিও তারা স্পষ্টীকরণ করবে।

universel cardiac hospital

সম্পাদক, মত ও পথ

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে