প্রতিশোধ নিচ্ছেন ড. কামাল হোসেন : মেনন

ডেস্ক রিপোর্ট

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ড. কামাল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রতিশোধ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন।

আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক, কর্মচারী ও নার্সদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এ মন্তব্য করেন।

মেনন বলেন, ড. কামালের কাছে নির্বাচন মুখ্য নয়, মুখ্য খালেদা-তারেকের মুক্তি। তিনি এখন বিএনপি-জামায়াতের ধানের শীষের বোঝা মাথায় নিয়েছেন। অথচ এই ধানের শীষ, আর তারেক সম্পর্কে তিনি অতীতে যা বলেছিলেন সেটা স্মরণ করলেই, জনগণের সঙ্গে তার প্রতারণা ধরা পড়ে। কাউকে চোখে আঙুল দিয়ে দেখাতে হয় না। আসলে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, তারা এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে হুমকি-ধামকি দিচ্ছে। হুমকি-ধামকি দিয়ে কাউকে নির্বাচন থেকে বিরত করা যাবে না। আমরা এখনও আশা করি ওই সংঘর্ষ-সংঘাতের পথ পরিহার করে তারা নির্বাচনে আসবে, সেখানে জনগণই সিদ্ধান্ত নেবে জনগণ কার পক্ষে থাকবে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে