অভিষেকেই নাঈমের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াডে নাঈম হাসান ডাক পেলেও একাদশে সুযোগ পাননি। অবশেষে বছরের শেষ দিকটায় এসে আবার ডাক পেলেন জাতীয় দলে।

এবার আর হতাশ হতে হল না ১৭ বছর বয়সী এই স্পিনারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের একাদশে জায়গা পেলেন তিনি। আর অভিষেক টেস্টেই নেমেই গড়লেন বিশ্বরেকর্ড।

universel cardiac hospital

শুক্রবার ক্যারিবীয়দের ৫ উইকেট নিয়েছেন নাঈম। রোস্তন চেজকে দিয়ে শুরু। তারপর একে একে শিকার করলেন সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, ক্রেমার রোচ ও জোমেল ওয়ারিকানের উইকেট। এর মধ্যে দিয়ে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেক টেস্টে ৫ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়লেন তিনি। নাঈমের বয়স ১৭ বছর ১১ মাস ২০ দিন।

এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের। ২০১০ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন কামিন্স। সেসময় তার বয়স ছিল ১৮ বছর ৬ মাস ৯ দিন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে