ইসি সোমবার বিটিআরসি ও মোবাইল অপারেটরদের সঙ্গে বসবে

ডেস্ক রিপোর্ট

আগামী সোমবার বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) মোবাইল ফোনের এসএমএসে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী আচরণবিধি ভেঙে আগাম প্রচার, বিদ্বেষ ও গুজব ছড়ানো প্রতিরোধ করতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ও মোবাইল অপারেটরদের সঙ্গে।

কমিশনের সিনিয়র মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন জানান, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), টেলিটক বাংলাদেশ, গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক করবেন।

universel cardiac hospital

১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আইন অনুযায়ী তার আগে ভোটের প্রচারের সুযোগ না থাকলেও সামাজিক যোগাযোগের মাধ্যম, বিশেষ করে ফেসবুককে নানাভাবে নির্বাচনী প্রচারে লাগানো হচ্ছে।

আর এসব কারণেই বৈঠকে আলোচনার মাধ্যমে এসব আগাম প্রচার ও বিভিন্ন ধরনের গুজব ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হবে।

###

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে