চিঠির সঙ্গে ‘উইথড্রয়াল লেটার’ নিচ্ছে আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট

ক্ষমতাসীন আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের দেয়া এ চিঠির সঙ্গে ‘উইথড্রয়াল লেটারেও’ (প্রার্থীতা প্রত্যাহার) স্বাক্ষর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

universel cardiac hospital

তিনি বলেন, যারা আজকে চিঠি নিচ্ছেন, প্রত্যেকের সই করা উইথড্রয়াল লেটার আছে। আজকে যারা চিঠি নিয়ে যাচ্ছেন প্রয়োজন হলে সেখান থেকেও শরিকদের আসন ছেড়ে দেয়া হবে।

মহাজোটের শরিকদের আসনের বিষয়ে তিনি বলেন, এটা ৬০ হতে পারে, ৬৫ হতে পারে, ৭০ও হতে পারে। আমরা সবার সঙ্গে আলাপ-আলোচনা করছি। তারা যে তালিকা দিয়েছেন তাতে ৬৫ থেকে ৭০ আসনের বেশি হবে।

আওয়ামী লীগের ৩০০ আসনের প্রার্থী তালিকা সম্পর্কে তিনি বলেন, আজ আমরা কোনো তালিকা দেব না। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে সব আসনের প্রার্থী তালিকা দেয়া হবে।

নিজের একটির বেশি আসনে নির্বাচন করার যোগ্যতা নেই উল্লেখ করে কাদের বলেন, গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে দলীয় প্রধান শেখ হাসিনা এবং স্পিকারের জন্য রংপুরের একটি আসন থেকে তিনি নিজে চিঠি সংগ্রহ করেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে